স্ট্যাম্প পেপারে সই করে ৩ বছরের প্রেমের সমাপ্তি! শিরোনামে আবার ধূপগুড়ি



সংবাদপত্র ডেস্ক: প্রেম, ভালবাসা, ধর্না ও শেষে বিবাহ সবকিছুতেই এগিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি। তবে এবারে ধূপগুড়ির চ্যাপ্টারে নবতম সংযোজন স্ট্যাম্প পেপারে সই করে প্রেমের বিচ্ছেদ। কি খবরটা শুনে চমকে গেলেন তো! অবশ্য চমক তো থাকবেই। কারণ আমরা এতদিন জানতাম বিবাহ বিচ্ছেদ হয় কোর্টে নন জুডিশিয়াল স্ট্যাম্পে। কিন্তু বিবাহের জায়গায় যদি প্রেমের ইতি হয় ওই একই পদ্ধতিতে তাহলে তো খটকা লাগবেই।


ঘটনায় সূত্রপাত আবার সেই ধর্না বিবাহের প্রবর্তনকারি জায়গা ধূপগুড়িতে। শহরের ২ নং ওয়ার্ডের এক যুবকের সাথে প্রায় তিন বছরের প্রণয়ের সম্পর্ক ছিল স্থানীয় এক যুবতীর। সম্পর্ক এতটাই গভীরে গিয়েছিল যে এক পর্যায়ে তাদের বাড়িতেও জানাজানি হয় ব্যাপারটা। কথা ছিল মন্ত্র পড়ে চার হাত এক করার। 


কিন্তু তাল কাটলো তাদের প্রেমের সম্পর্কে নতুন যুবকের আবির্ভাবে। প্রথম দিকে যুবতী অবশ্য এমন ভাবে দুইজনকেই সামাল দিয়েছিলেন যে কেউ ভ্রুনাক্ষরেও টের পায়নি। কিন্তু কথায় বলে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না, গন্ধ আসবেই। ঠিক এই প্রবাদকে সত্যি করেই পুরনো প্রেমিক জানতে পারে তার তিন বছরের প্রেমিকার নতুন সম্পর্কের কথা।


কিন্তু তিনি জানার পর দেবদাস হয়ে পার্বতীকে পাওয়ার আশায় পাগল হননি, বা ধর্নায় বসে পরেনিনি। এমনকি প্রেমিকাকে কোনো হুমকিও দেননি। তার পরিবর্তে ২০ টাকার স্ট্যাম্প পেপার নিয়ে সটান হাজির হয়েছেন প্রেমিকার বাড়ীতে। সেখানে যেমন লিখেছেন তাদের প্রেমের সাতকাহন, তেমনি লিখেছেন তাদের সম্পর্কের মাঝে নতুন ব্যাক্তির আগমনের ইতিহাস, সাথে যুক্ত করেছেন তিনি যে আর তার পুরনো প্রেমিকারে চান না সেটা। আর সবশেষ সই করিয়ে নিয়েছেন তার প্রাক্তন প্রেমিকার।


উত্তরবঙ্গ সংবাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই যুবক জানিয়েছেন, তার সাথে তিন বছরের সম্পর্কের পর যে মেয়ে অন্য আর একটা ছেলেকে একই সাথে জীবনে নিয়ে আসতে পারে তার সাথে সে কেন আর কেউই সম্পর্কে থাকতে পারবে না। তাই তার প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিকের সাথে বিচ্ছেদ হলে সে যেন পুনরায় তার জীবনে আসতে না পারে সেই জন্যই তার এই স্ট্যাম্প পেপারে বিচ্ছেদ।

Post a Comment

0 Comments