রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসার কথা ভেবে রবিবার এগিয়ে এলো আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম।
এদিন তাদের উদ্যোগে সালানপুর ব্লকের আল্লাডি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠান। আর এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ, হার্ট স্পেশালিষ্ট,চোখ,কান, নাক ও মহিলা বিশেষজ্ঞ একাধিক ডাক্তাররা। তাছাড়াও এইদিন এই সংস্থার পক্ষ থেকে ৭৫ জন গরীব মানুষের হাতে কম্বল তুলে দেয় আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক সোমাত্মা নন্দ জি মহারাজ। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় সহ সিদ্ধানন্দজি মহারাজ। জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 Comments