নিউজ ডেস্ক: এবার পঠানকোটের সেনা ছাউনির কাছে গ্রেনেড বিস্ফোরণ ঘটল। মাস ছয়েক আগেই জম্মুর সেনা ছাউনিতে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছিল। এই ঘটনার পরই গোটা পঠানকোটে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গ্রেনেড বিস্ফোরণ হয় সোমবার সাতসকালেই সেনা ছাউনির ত্রিবেণী গেটের সামনে। কারা গ্রেনেড ফেলে গিয়েছে বা বড়সড় হামলার কোনও ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পঠানকোট পুলিশের এসএসপি সুরেন্দ্র লাম্বা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডের টুকরো উদ্ধার করেছে।
গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সেনা ক্যাম্পের ত্রিবেণী গেটে গ্রেনেড হামলা হয়। বাইকে চড়ে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়।এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। এবছর গত জুনেই জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে পর পর দু’টি বিস্ফোরণ ঘটে। ড্রোন দিয়ে হামলা চালানো হয় সেনাঘাঁটিতে। দু’জন আহত হয়েছিলেন সেই ঘটনায়।
0 Comments