আন্তর্জাতিক পুরুষ দিবসের দিন নিজের প্রিয় বন্ধু শোভন চট্ট্যোপাধ্যায়কে আলাদা বার্তা দিলেন বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বৈশাখী লিখেছেন, ‘একজন সত্যিকারের পুরুষ এবং একজন সত্যিকারের নারী একসঙ্গে একটি দল তৈরি করে। তারা কখনও একে অপরকে ছেড়ে দেয় না। এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর মানুষকে পুরুষ দিবসের শুভেচ্ছা।’
এই বছরের বিজয়া দশমীতেই শোভন-বৈশাখীর সম্পর্কে নয়া চমক ধরা পড়ে। যখন প্রকাশ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মাথায় সিঁদুর দেন বিবাহিত শোভন। তারপরেই শুরু হয় নানা বিতর্ক ও নানা অশান্তি।
এদিন আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই কথা লিখে তাঁর ও শোভনের বন্ধুত্বের গাঢ়ত্ব বোঝালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আগেই নানান সংবাদমাধ্যমের সৌজন্যে শোভন-বৈশাখীর নতুন সম্পর্ক ও রসায়ন দেখেছিল বাংলার মানুষ। কখনও ভিক্টোরিয়াতে জুড়ি গাড়ি চড়ে ঘুরে বেড়ানো আবার প্রেম নিবেদন।
এছাড়াও, কখনও আবার গোলপার্কের বাড়িতে ‘তা তা থৈ থৈ’ নাচ, এসব দেখেই শোভন-বৈশাখী জুটির প্রেম নিয়ে নানান মন্তব্য করতে দেখা যায় আমজনতাকে কিন্তু তাতেও কুছ পরোয়া নেই শোভন-বৈশাখী।
0 Comments