Google এই অ্যাপটি ব্যান করল! আপনার ফোনে আছে নাকি?

 


বিপজ্জনক ম্যালওয়্যারে ভরা একটি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া গিয়েছে। আশঙ্কার বিষয়, এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ৫ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে। এই অ্যাপটির নাম Color Message। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমোজি পাওয়া যেত। 


টেক্সটিং আরও মজাদার করার জন্যই এই অ্যাপটি ডাউনলোড করেছেন অনেকে। অ্যাপটিতে 'জোকার' ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। সমস্ত ব্যবহারকারীদের অবিলম্বে এই অ্যাপটি মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যথায় বড়সড় ক্ষতি হতে পারে।


মোবাইল সিকিউরিটি সলিউশন ফার্ম Pradeo-র টিম দেখেছে যে Color Message আসলে Joker ম্যালওয়্যারে ভরা।

Post a Comment

0 Comments