ফোন করে ডেকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মারধর, বাইক ও মোবাইল ভাঙচুর

 



নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, ২১ ডিসেম্বর: মালদার পর এবার হরিশ্চন্দ্রপুরে‌ দুষ্কৃতীদের হাতে সাংবাদিক নিগৃহীত। চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর এলাকায়। ফোন করে ডেকে এক সাংবাদিক ও ক্যামেরাম্যানকে প্রাণনাশের অভিযোগ উঠেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের রাঙ্গাইপুর এলাকার এক দুষ্কৃতী বাবর আলি ওরফে বাবলু ও তার চার থেকে পাঁচজন সঙ্গীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোমবার হরিশ্চন্দ্রপুরের মঙ্গল এলাকায়।তাদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নিগৃহীত সাংবাদিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


জানা যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক সাংবাদিক হাবিবুর রহমান ক্যামেরাম্যান সাইরাজ ইসলামকে সঙ্গে নিয়ে সোমবার রাঙ্গাইপুর এলাকায় খবর সংগ্রহ করতে যাচ্ছিল। যাওয়ার পথে মঙ্গল এলাকায় স্থানীয় দুষ্কৃতী বাবর আলি ওরফে বাবলু চার থেকে পাঁচজন সঙ্গীকে নিয়ে পথ আটকে তাঁদেরকে মারধর করে এবং মোবাইল ও বাইক কেড়ে নিয়ে ভাংচুর করে বলে অভিযোগ। তাঁরা চিৎকার চেঁচামেচি করলে তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা তাদেরকেও ভয় দেখাতে থাকে। ঘন্টাখানেক পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান বলে খবর।এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। সংবাদমাধ্যমের উপর এই ধরনের বর্বর অত্যাচারকে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক দাবি করেছেন বুদ্ধিজীবি মহল থেকে শুরু জনসাধারণ।


হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান ঘটনাস্থল থেকে ভাঙ্গাচুরা বাইক ও মোবাইল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কি কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।



Post a Comment

0 Comments