৫ লক্ষ টাকা করে দেবেন মমতা! কীভাবে পাওয়া যাবে এই টাকা? জানুন বিস্তারিত




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানে তিনি ঘোষণা করলেন, গঙ্গাসাগর মেলায় 8 থেকে 17 জানুয়ারি মধ্যে কেউ দুর্ঘটনার কবলে পড়লে ইন্সুরেন্স কভারেজ হিসেবে থাকে পাঁচ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। তীর্থযাত্রী, ভলেন্টিয়ার, প্রশাসনের লোকজন থেকে সাংবাদিক সবার জন্যই এই বীমার কথা ঘোষণা করলেন তিনি।


প্রসঙ্গত, রাজ্যের পর্যটন মানচিত্রে গঙ্গাসাগর মেলার গুরুত্ব রয়েছে। তাই এই মেলাকে আরও বিশ্ব বাজারে তুলে ধরার জন্য চেষ্টা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরেই তাই নিজের হাতেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মমতা। বিগত দু’বছর গঙ্গাসাগর মেলার আয়োজন হলেও করোনা নিয়ে সতর্ক থাকতে হচ্ছে প্রশাসনকে। 


চলতি বছরে করোনার নয়া প্রজাতি ওমিক্রন বাড়তি চিন্তার কারণ হয়ে উঠতে পারে তাই সদা সতর্ক মুখ্যমন্ত্রী। যেহেতু গঙ্গাসাগর মেলাতেই ভিন রাজ্য কিংবা বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা বাংলায় প্রবেশ করে তাই করোনার সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ। তাই বাড়তি সতর্কতা রেখেছে জেলা প্রশাসন।


চলতি বছরের ২৯ ডিসেম্বর গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন দু’দিন। খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। নিরাপত্তা থেকে অতিথিদের অ্যাপায়ন, সকল বিষয় নিয়ে খোঁজ নেবেন তিনি। তারপরেই ফিরবেন কলকাতায়। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু।

Post a Comment

0 Comments