সংবাদ প্রতিনিধি: গিতালদহের পূর্ব কাশেম ঘাটে বিএসএফ এর চালানো গুলিতে মৃত এক গরু পাচারকারী, আহত হয়েছেন অন্তত আরও দুই। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকা দিনহাটার গিতালদহে। ঘটনায় বিবরণে জানা যায়, গতকাল রাতে পাচারকারীদের একটি দল গরু পাচার করার উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ড পার করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের বাধা দেয়। পরে পাচারকারীরা বিএসএফ এর কাজে বাধা সৃষ্টি করে এবং বিএসএফ কেই আক্রমণ করার চেষ্টা করে। তাতে এক বিএসএফ জওয়ান আহত হয়।
তার পরেই নিজ আত্মরক্ষার্থে পরপর ৬ রাউন্ড গুলি।চালায় বিএসএফ। আর সেই গুলিতেই নিহত হয় লুৎফর রহমান নামে এক চোরাচালানকারি, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজন, এবং তার বাকি সঙ্গীরা পলাতক রয়েছে। এদিকে ঘটনার পর থেকেই বেশ থমথমে অবস্থা রয়েছে গিতালদহে।
উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি করে সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত করে দিয়েছে। আর সেটা নিয়েই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে নানান প্রশ্নে অভিযুক্ত করে চলেছে। এমনকি রাজ্যের একাধিক তৃণমূল নেতাদেরও প্রকাশ্যে বিএসএফ এর বিরুদ্ধে বলতে শোনা গিয়েছে। আর তার মধ্যেই কালকের এই ঘটনা রাজ্য রাজনীতিতে যে যতেষ্ট ইন্ধন যোগাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
0 Comments