মা হচ্ছেন পুটুপিসি! আক্ষেপ মিটতে চলেছে দর্শকের




বিনোদন ডেস্ক: বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে ‘পুটুপিসি’ বলেই বেশি জনপ্রিয় সোহিনী সেনগুপ্ত। স্টার জলসার ‘খড়কুটো’তে পুটুপিসির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।


মা হচ্ছেন সোহিনী সেনগুপ্ত।তবে এ সুখবর কিন্তু বাস্তব জীবনের নয়। বরং রিল লাইফের। না, খড়কুটোর পুটুপিসিও মা হচ্ছেন না এখনি। 


সূত্রের খবর, ফের এক নতুন সিরিয়াল নিয়ে আসছেন সোহিনী। কালার্স বাংলায় দেখা যাবে ‘সোনা রোদের গান’ সিরিয়ালটি। এখানেই নায়িকার মায়ের ভূমিকায় দেখা যাবে সোহিনীকে। আর তাঁর বিপরীতে দেখা যাবে ভাস্কর বন্দ‍্যোপাধ‍্যায়কে।সিরিয়ালের নায়িকা আনন্দীর চরিত্রে দেখা মিলবে পায়েল দের । তাঁর বিপরীতে আবার দুজন জনপ্রিয় অভিনেতার দেখা মিলবে। এক বিত্তশালী ব‍্যবসায়ীর চরিত্রে সৌম‍্য বন্দ‍্যোপাধ‍্যায় এবং একজন চিকিৎসকের ভূমিকায় ঋষি কৌশিক । আমরা আগেই জানিয়েছিলাম লীনা গঙ্গোপাধ‍্যায়ের চিত্রনাট‍্যের উপরে ভর করে ফের ছোটপর্দায় ফিরছেন ‘অর্চিবাবু’। সেই গুঞ্জনই সত‍্যি হল। 


লীনা গঙ্গোপাধ‍্যায়েরই লেখা হিন্দি সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’র বাংলা রিমেক হতে চলেছে এই সিরিয়াল। বহু বছর পর ছোটপর্দায় মুখ‍্য চরিত্রে ফিরছেন পায়েল ও ঋষি কৌশিক। এর আগে ‘দেশের মাটি’ সিরিয়ালে অন‍্যতম মুখ‍্য চরিত্রে পায়ের অভিনয় করলেও খুশি হননি তেমন দর্শকেরা। খুব তাড়াতাড়ি শেষও হয়ে গিয়েছিল সিরিয়ালটি। তাদের আক্ষেপ মিটতে চলেছে অবশেষে।

Post a Comment

0 Comments