পানীয়ের দুর্নাম করল এই কোম্পানি! বিজ্ঞাপনের চমক দেখে হতবাক নেটদুনিয়া




বিজ্ঞাপনের উদ্দেশ্য হল কোনও কিছু বিক্রি করা। তা সে কোনও জিনিস হতে পারে। বা হতে পারে পরিষেবা। আর কোনও কিছু বিক্রি করতে গেলে, সেটাকে তো ভালোই বলতে হবে।প্রতিটি কোম্পানিই নিজেদের জিনিসের সুনাম করে। কিন্তু একটি পানীয় কোম্পানি তাদের নিজেদের পানীয়ের দুর্নাম করছে। 


বিজ্ঞাপনের এই চমক দেখে হতবাক নেটদুনিয়া। আসলে সব সময় যে এই চেনা ছকে সব কিছু না চলতে পারে, তা হালে দেখিয়ে দিল একটি পানীয় প্রস্তুতকারী সংস্থা। তাদের বিজ্ঞাপনে বড়সড় করে বলা হয়েছে, এটি খেলে শরীরের নানা রকমের ক্ষতি হবে। 


সম্প্রতি বাজারে আসছে, অ্যালকোহলিক ভডকা বলে একটি নতুন পানীয়। আগামী বছরের মার্চ মাসে এটি এসে পড়ার কথা। তার আগেই এসে গিয়েছে পানীয়টির বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের টুকরো টুকরো ছবি টুইটারে দিয়েছেন এক নেটিজেন। দেখা যাচ্ছে, পানীয়টির বোতলের গায়ে মানুষের শরীরের ছবি দিয়ে দেখানো আছে এই মদটি খেলে কোন কোন অঙ্গের ক্ষতি হবে। সঙ্গে লেখা আছে— ‘WARNING! Extremely harmful product’। 


তবে এখানেই শেষ নয়। উল্টো প্রান্তে রয়েছে আরও অনেক কিছু। লেখা আছে, এই পানীয়টি শরীরের ভয়ানক ক্ষতি করতে পারে। অনেক ধরনের অসুখ হতে পারে এটি থেকে। তার সঙ্গে তালিকা দিয়ে জানানো আছে, কোন কোন অঙ্গের কীভাবে ক্ষতি হতে পারে এই পানীয়টি খেলে।

Post a Comment

0 Comments