বিজ্ঞাপন |
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার বিধায়ক উদয়ন গুহের বাড়ির সামনে বেনামী পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহরে। এদিন বিধায়কের বাড়ির প্রবেশ দারের সামনে এই পোস্টার উদ্ধার হয়। পোস্টারে রীতিমত হুমকি দেওয়া হয় বিধায়ককে। উদ্ধার হওয়া সেই পোস্টারে রাজবংশী ভাষায় বিধায়কের মাথা গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
বিজ্ঞাপন |
বিধায়ক জানান, এদিন তিনি যথারীতি নিজের কাজে বের হয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় গাড়ি থেকে নামার সময় এই পোস্টার তার চোখে পড়ে আর তারপরেই তিনি তিনি খবর দেন দিনহাটা থানায়। খবর পেয়ে দিনহাটা থানায় পুলিশ এসে পোস্টার উদ্ধার করে নিয়ে যায়।
জানা যাচ্ছে বিধায়কের বাড়ির সামনে রয়েছে সিসি ক্যামেরা কিন্তু যারা পোস্টার লাগিয়েছে তারা যথেষ্ট চালাকির সাথে এটি লাগিয়েছে যাতে করে তারা সিসি ক্যামেরায় না আসে।
উল্লেখ্য কিছুদিন আগে তুফানগঞ্জে এক দলীয় কর্মীসভায় পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভেংগে দেওয়ার কথা জানান বিধায়ক। আর তার পরেই আজকে রাজবংশী ভাষার এই হুমকি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
0 Comments