বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক

 


নাজিম আক্তার, মালদা, ২৪ মার্চ: বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আড়াইটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র ভবন ট্রাফিক সিগনালে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমন সাহা (২৮) বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। বাস চুরির ঘটনায় সেদিন ব্যাপক শোরগোল পড়ে যায় রবীন্দ্র ভবন এলাকায়।


অভিযোগ, মালদা শহরের ৩৪ নং জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে রাখা ছিল একটি বেসরকারি বাস। বাসের ড্রাইভার এবং খালাসী ঘুমাচ্ছিলেন।এইসময় অভিযুক্ত যুবক বাস চালু করে ৩৪ নং জাতীয় সড়ক ধরে কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল।এমন সময় বাসের ড্রাইভার এবং খালাসীর ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন।পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক অফিসার প্রীতম সরকারের নেতৃত্বে আটক করা হয় বাসটি।অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ট্রাফিক পুলিশ।এরপর ধৃত যুবকটিকে ইংরেজবাজার থানায় নিয়ে যায়।

Post a Comment

0 Comments