বিদ্যুৎ সেক্টরের কর্মীদের মধ্যে কেন্দ্রের বেসরকারিকরণ নীতির কারণে হতাশা রয়েছে। এছাড়াও, বিদ্যুৎ কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের প্রধান দাবি হল, বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২১ প্রত্যাহার করে সব ধরনের বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। তাই, দেশজুড়ে পরপর দু’দিন ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা।
জানা গিয়েছে, আগামী ২৮ ও ২৯ মার্চ কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতির প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ সেক্টরের কর্মীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। গত বুধবার বিদ্যুৎ কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটির সভায় দেশব্যাপী এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ সমগ্র দেশজুড়েই বিদ্যুতের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, জানা গিয়েছে যে, বিদ্যুৎ কর্মচারীদের পাশাপাশি সারাদেশের শ্রমিক সংগঠনের কর্মীরাও এই দুই দিনে ধর্মঘটে সামিল হবেন। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সভাপতি শৈলেন্দ্র দুবে জানিয়েছেন যে, সমস্ত রাজ্যের বিদ্যুৎ কর্মচারীরাই কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণের নীতির প্রতিবাদে ধর্মঘটে যোগ দেবেন।
0 Comments