"দ‍্য কাশ্মীর ফাইলসের মতো ছবি আরও বানানো উচিত" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 


‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিটি অন‍্যান‍্য ছবিগুলির থেকে এই ছবির টিকিটের চাহিদা কয়েকগুণ বেশি। প্রায় প্রতিটি শোই হাউজফুল যাচ্ছে। কাশ্মীরি পণ্ডিতদের উপরে অত‍্যাচার ও গণহত‍্যার নৃশংস অতীতের ঘটনা শিহরণ জাগাচ্ছে দর্শকদের মনে।কোথাওই ছবির তেমন প্রচার না করা হলেও প্রযোজক ও ছবির অভিনেত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 


প্রধানমন্ত্রী এই ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী বললেন, দ‍্য কাশ্মীর ফাইলসের মতো ছবি আরো বানানো উচিত যেগুলো সত‍্যকে সামনে আনবে। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে দ‍্য কাশ্মীর ফাইলসকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল। 


তিনি বলেন, গত পাঁচ ছয় দিন ধরে বাকস্বাধীনতার ঝান্ডাধারী জামাত ক্ষেপে রয়েছে। সত‍্য এবং শিল্পের নিরিখে ছবিটিকে না দেখে বদনাম করার জন‍্য ষড়যন্ত্র করা হচ্ছে।

Post a Comment

0 Comments