অবশেষে রদ বদল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে। জানা যাচ্ছে এদিন কলকাতায় গীরিন্দ্র নাথ বর্মনকে সরিয়ে জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতির নতুন দায়িত্ব পান nbstc এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এ বিষয়ে দিনহাটা বিধানসভার বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান উদয়ন গুহকে ফোন করা হলে তিনি এ খবরের সত্যতা স্বীকার করে নেন। উল্লেখ্য বেশ কিছুদিন ধরে জেলা সভাপতি বদলের জন্যে দাবি জানিয়ে আসছিল বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী। আজ আজ হয়ত তারই ধারাবাহিকতায় এহেন ঘোষণা। তবে নতুন জেলা সভাপতি জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে কতটা সক্ষম হন সেটাই অপেক্ষা।
বিস্তারিত আসছে,,,
0 Comments