নাজিম আক্তার, চাঁচল, ২৬ মার্চ: রাতের অন্ধকারে এক গৃহবধূর গলা কেটে সোনার অলংকার ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচল মহকুমা জুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে চাঁচল থানার বহিরগাছি গ্রামে। আক্রান্ত গৃহবধূর নাম লুতফা বিবি। রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে পরিবারের লোকেরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে তার আশঙ্কা জনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।
পরিবার সূত্রে জানা যায়, ধর্মীয় জালসা দেখতে বহিরগাছি গ্রামে বাবার বাড়িতে এসেছিলেন মেয়ে। এদিন ভোররাতে শৌচালয় যাওয়ার সময় দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং গলা কেটে শরীরের সমস্ত সোনার অলংকার নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
0 Comments