হৃদয়বিদারক ঘটনায় ম্লান হোলির আনন্দ, জলে ডুবে এক সাথে তিনজন স্কুল পড়ুয়ার মৃত্যু

 




বিক্রম কর্মকার, ত্রিপুরা: ত্রিপুরা ধলাই জেলাতে হোলির দিনে ছড়ার জলে তলিয়ে যায় তিন নাবলক। ঘটনা ত্রিপুরা আমবাসা মহাকুমাধীন জওহরনগর এলাকায়। জানা যায়, হোলির দিন রঙ খেলে ছড়ার জলে স্থান করতে যায় এই তিন নাবালক শিশু। আর ছড়ার জলে স্থান করতে নেমে ঘটে এই বিপত্তি। 


জানা যায়, এই তিন নাবালক শিশু জওহরনগর বিএসএফ- এর ১৩৮ নং ব্যাটেলিয়ানে কর্মরত জওয়ানদের ছেলে। ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি তিন নাবালক শিশুদের নিয়ে আসা হয় ধলাই জেলা হাসপাতালে। এই তিন নাবালক শিশুকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় বিএসএফ ক্যাম্প সহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত এই তিন নাবালক শিশুর পরিবার বহি:রাজ্যের। মৃত তিনজন নাবালক শিশুর নাম, আস্মন  সিধু বয়স ১৩,বাড়ি পাঞ্জাব। প্রবাল তেওয়ারি বয়স ১২,বাড়ি উত্তর প্রদেশ। অজিত প্রবীণ, বয়স ১৬ বাড়ি মহারাষ্ট্র। পরবর্তী সময় এই তিন মৃত নাবালক শিশুর দেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই তিন নাবালক শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন সহ গোটা বিএসএফ ক্যাম্পের মানুষজন।

Post a Comment

0 Comments