"অনুব্রত মণ্ডল ফাঁসিয়েছে আনারুলকে" মমতাকে বললেন তৃণমূল কর্মীরা




খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটকাণ্ডের জেরে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আনারুলকে গ্রেফতার করতে হবে। না হলে তাকে আত্মসমর্পণ করতে হবে। 


পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই আনারুলের বাড়ি ঘিরে ফেলে। অন্য়দিকে বাড়ির সামনে দলে দলে জড়ো হয়ে যান তৃণমূল কর্মীরাও। আনারুলের নামে শুরু হয় জয়ধ্বনি। একসময় খালি হাতেই ফিরে যান পুলিশ কর্তারা। কিন্তু পুলিশ এভাবে আনারুলকে গ্রেফতার করতে এলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। 


তাঁদের সাফ কথা, আনারুল ভালো মানুষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। আনারুল হোসেনের এক আত্মীয় বলেন, অনুব্রত মণ্ডল ফাঁসিয়েছে আনারুলকে। আনারুল ভালো মানুষ। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এমনকী ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সাফ কথা, আনারুল মণ্ডলের সঙ্গে এধরণের ব্যবহার করলে হবে না। তাঁকে গ্রেফতার করা হলে তুমুল বিক্ষোভ হবে। আনারুলকে গ্রেফতার করলে রাস্তা অবরোধ হবে।

Post a Comment

0 Comments