তিতাস নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুকারুর কুঠি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হল ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতনতা শিবির। এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক হিল্লোল মজুমদার, তিতাস সেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার কৃষ্ণ চন্দ্র বর্মন সহ শুকারুর কুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন ও সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা উপস্থিত ছিলেন। প্রথমেই অতিথিদের বরণ করে নেয় স্কুলের ছাত্রীরা। এরপর উদ্বোধনী ভাষণ দেন স্কুলের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন।
লকডাউনের সময়ে তুফানগঞ্জে গড়ে ওঠে তিতাস নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনাহারে, অর্ধাহারে থাকা পরিবারের পাশে দাঁড়িয়ে নজির গড়েছেন সংগঠনের কর্ণধার কৃষ্ণ চন্দ্র বর্মণ। এখন তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সচেতনা শিবিরের মাধ্যমে সচেতনা করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
ক্রেতা সুরক্ষা আইন কি? কী কী সর্তকতা অবলম্বন করলে ঠকার আশঙ্খা কম থাকবে? আর কোনও কারণে ঠকে গেলে কোথায়, কী করতে হবে? পড়ুয়াদের উদ্দেশ্যে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক হিল্লোল মজুমদার।
প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বলেন, আমরা সুযোগ পেলেই বিভিন্ন সচেতন মূলক কর্মসূচি করে থাকি। আমাদের উদ্দেশ্য ছাত্র - ছাত্রীদের সচেতন করা। আজকের ক্রেতা সুরক্ষা সচেতন মূলক কর্মসূচিতে অনেকেই উপস্থিত ছিলেন। জেলা আধিকারিকের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অনেক অজানা বিষয়ে জানতে পারলাম।
0 Comments