বাংলায় আবার করোনার দাপট

 সংবাদপত্র ডেস্ক,১২ জুলাই ২০২২ঃ বাংলায় আবার করোনার দাপট।  হু হু করে বেড়ে আড়াই হাজার ছাপিয়ে গেল সংক্রমণের সংখ্যা।পাশাপাশি মৃত্যুর সংখ্যাই বাড়ল। এবার কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের।পরিসংখ্যানের নিরিখে সংক্রমণের দিক থেকে শীর্ষে কিন্তু রয়েছে কলকাতা।


 Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG)-এর বিশেষজ্ঞ ডা: এন কে  করোনার এই বাড়বাড়ন্ত প্রসঙ্গে জানান , 'দেশে নতুন করে করোনা আক্রান্ত বা করোনায় অসুস্থ হওয়ার ঘটনা অল। কোনও নির্দিষ্ট একটি বা দুটি জেলাতেই নয়,এই সব ভ্যারিয়্যান্ট বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, যা একটি ভালো দিক বলেই মনে করছি। কারণ, কোনও নির্দিষ্ট এলাকা থেকে অত্যাধিক সংক্রমণের কোনও খবর আসছে না।কোনও জায়গায় সংক্রমণের বাড়বাড়ন্ত না হওয়ার মানে হল এই সাব ভ্যারিয়্যান্ট যে খুব সংক্রামক তা নয়। আবার তা গুরুতর কোনও রোগ সৃষ্টি করছে না।'

গত কয়েকদিন ধরেই প্রায় দুই হাজার ছুঁয়েছে রাজ্যের সংক্রমণ। তবে, এবার কিন্তু তা আড়াই হাজার ছাপিয়ে গেল।শুধু তাই নয়, বাড়ল কোভিড মৃত্যুও। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৫৯ জন এবং করোনায় মৃত্যু পাঁচজনের। গতকালও রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা তিনজন এবং আক্রান্তের সংখ্যা ৯১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ৯৮৩ জন। রাজ্যে কোভিড পজিটিভের হার বর্তমানে ১৮.৪৬ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা,  ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৭৯ জন। বর্তমানে রাজ্যে কোভিডে সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ। 

তবে, সুস্থতার হার যাই হোক, আবার কোভিডের সংক্রমণ যে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের নতুনকরে ভাবাচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। 


Post a Comment

0 Comments