জন্মাষ্টমী উপলক্ষে কচুয়ার লোকনাথ ধামে অগণিত পুণ্যার্থীদের ভিড়

 




আলিনুর মন্ডল, বসিরহাট: শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্ভচারীর ২৯২তম জন্মতিথি উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার কুচুয়া ধামে অগণিত পুণ্যতীর্থ যাত্রীরা। ১৭, ১৮,১৯ এই ৩ দিনব্যাপী হাজার হাজার ভক্তরা জল ঢালতে হাজির হয় কঁচুয়ার লোকনাথ ধামে।


করোনা মহামারীর কারণে বিগত ২বছর বন্ধ ছিল এই জন্মাষ্টমীর অনুষ্ঠান। কড়া নিরাপত্তার বলয়ে মোড়া হয়েছিল গোটা এলাকা।


 প্রসঙ্গত ২০১৮ সালে পাঁচিল ভেঙে বেশ কয়েক জন পুণ্য যাত্রী নিহত হয়েছিল, এবং অসংখ্য পূর্ণ যাত্রী আহত হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এ বছর প্রশাসন পুন্য যাত্রীদের অতি সতর্কতার সাথে তীর্থযাত্রা সম্পুর্ন করতে সাহায্য করেন।


 বসিরহাটের সংসদ অভিনেত্রী নুসরাত জাহান মাথায় জল ঢেলে পুন্য যাত্রীদের সার্বিক মঙ্গল কামনা করেন।

Post a Comment

0 Comments