নির্মল বিদ্যালয় অভিযান পালিত হল বসিরহাটে

 


 আলিনুর মন্ডল, বসিরহাট: নির্মল বিদ্যালয় সপ্তাহ” (স্কুল হাইজিন সপ্তাহ) হল নির্মল বিদ্যালয় অভিযান (NVA)-এর অধীনে সবচেয়ে কার্যকরী হস্তক্ষেপগুলির মধ্যে একটি। 2012 সালে চালু করা হয়েছে ৷ নির্মল বিদ্যালয় সপ্তাহ। এই নির্মল বিদ্যালয় অভিযান আয়োজনের উদ্দেশ্য হল শিশুদেরকে ভাল অনুশীলনের জন্য জড়িত করে একটি ইতিবাচক আচরণগত পরিবর্তনএবং যোগাযোগ প্রক্রিয়া চালু করা৷ সেই নির্মল বিদ্যালয় অভিযান কে পাথেয় করে ধান্যকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ৪ টে বিদ্যালয়ের মধ্যে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।ছাত্র ছাত্রী দের খেলাধূলায় শারীরিক বিকাশ ঘটাতে উৎসাহ দিতে।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রিয়া জগতের বিশেষ ব্যাক্তিত্ব বিশিষ্ট ফুটবলার  মাননীয় দিব্যেন্দু বিশ্বাস মহাশয়, ও বসিরহাট ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয় জয়দীপ চক্রবর্তী মহাশয়  আরো ক্রিয়া জগতের আরো সনাম ধন্য ব্যাক্তিত্ব রা। বিশেষ অতিথি বৃন্দরা,সকলের উপস্থিত তে ফুটবল ক্রিয়া প্রতিযোগিতা সম্পূর্ণ হয়।

Post a Comment

0 Comments