বসিরহাট জেলা পুলিশের বিশেষ সভা হল বসিরহাটের টাউন হলে

 


আলিনুর মণ্ডল, বসিরহাট: বসিরহাট জেলা পুলিশের আয়াজনে পূজা কমিটি কে নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বসিরহাটের টাউন হলে। পুজোর প্রস্তুতির বিষয়ে  পুলিশ এবং প্রশাসন এর যৌথ বৈঠক।

 জনগণের সুবিধার্থে  পুজোর গাইড ম্যাপ এবং লিফলেট এর শুভ উদ্বোধন করলেন বসিরহাট জেলা পুলিশ সুপার শ্রী জবি থমাস কে আইপিএস।

 পুজো কমিটি গুলিকে বিভিন্ন সামাজিক বার্তার পাশাপাশি থারমো কল দ্রব্য বর্জন করার  উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয় এই প্রশাসনিক আলোচনা সভা থেকে।

 বিসর্জনের দিন প্রতিমার গা থেকে থারমো কল জাতীয় দ্রব্য খুলে ফেলা এবং নির্দিষ্ট জায়গায় ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় পুজো কমিটি গুলিকে।

 প্রশাসনিক আলোচনা শেষে  বসিরহাট এবং হাসনাবাদ থানা এলাকার কয়েকটি পুজো প্যান্ডেল এর সুরক্ষার বিষয় গুলি খতিয়ে দেখলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।

Post a Comment

0 Comments