দিনহাটা: দুর্গোৎসবের দিনগুলিতে স্কুল কলেজ সহ বিভিন্ন অফিস আদালত বন্ধ রয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে অফিসকর্মীরাও উৎসবের আনন্দে পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন। কিন্তু উৎসবকে আনন্দমুখর করে তুলতে বিশ্রাম নেই পুলিশ দমকল কর্মী এবং স্বাস্থ্য কর্মীদের। বিশ্রাম নেই পুরসভার কর্মীদের একাংশের মধ্যেও। দিনহাটা পুরসভায় এই চিত্রই উঠে এলো। দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছাড়াও বেশ কয়েকজন আধিকারিক এবং কর্মীরা নিয়ম মেনেই পুরসভায় আসছেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। কারণ উৎসবের আনন্দ যাতে সুষ্ঠুভাবে মানুষ উপভোগ করতে পারেন সেই কারণেই তারা নিজেদের আনন্দ ভুলে অফিসে আসছেন। কি বলছেন পুরসভার চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী, পুরসভার আধিকারিক সহ অন্যান্য কর্মীরা।
0 Comments