দ্বিতীয় দিনের IPL নিলাম - বিক্রিত ও অবিক্রিত খেলোয়াড়

 সংবাদপত্র ডেস্ক,২৫নভেম্বর ২০২৪ঃ  IPL মানেই টাকার ফোয়ারা। প্রথম দিন প্রায় সব দলের বাজেটের অধিকাংশই শেষ। আজ দ্বিতীয় দিন। এখনও কয়েকজন বিক্রির তালিকায় নিজের নাম তুলতে পারলেন না।



  * অবিক্রিত খেলোয়াড় -

১) কেন উইলিয়ামসন।

২) গ্লেন ফিলিপস।

৩) মায়াঙ্ক আগরওয়াল।

৪) অজিঙ্কা রাহানে।

৫) পৃথ্বী শ।

৬) শার্দুল ঠাকুর।

৭) ডারিল মিচেল।

৮) শাই হোপ।

৯) কেএস ভরত।

১০) অ্যালেক্স ক্যারি।

১১) ডোনোভন ফেরেইরা।

১২) লকি ফার্গুসন।

১৩) মুজিব উর রহমান।

১৪) বিজয়কান্ত বিয়াসকন্ত।

১৫) আদিল রশিদ।

১৬) আকিল হোসেন।

১৭) কেশব মহরাজা।


  এবার এক নজরে দেখে নেওয়া যাক, আজকে বিক্রি হয়ে যাওয়া খেলোয়াড়ের তালিকা।


  ১) রোভম্যান পাওয়েল: ১.৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স। 


২) ফ্যাফ ডু'প্লেসি: ২ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।


৩) রোভম্যান পাওয়েল: ১.৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স। 


৪) ফ্যাফ ডু'প্লেসি: ২ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস। 


৫) ওয়াশিংটন সুন্দর: ৩.২ কোটি টাকা, গুজরাট টাইটানস। 


৬) স্যাম কারান: ২.৪ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস। 


৭) মার্কো জানসেন: ৭ কোটি টাকা, পঞ্জাব কিংস।


৮) ক্রুণাল পান্ডিয়া: ৫.৭৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


৯) নীতীশ রানা: ৪.২ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।


১০) রায়ান রিকেলটন: ১ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।


১১) জোশ ইংলিস: ২.৬ কোটি টাকা, পঞ্জাব কিংস।


১২) তুষার দেশপান্ডে: ৬.৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।


১৩) জেরাল্ড কোয়েটজি: ২.৪ কোটি টাকা, গুজরাট টাইটানস।


১৪) ভুবনেশ্বর কুমার: ১০.৭৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


১৫) মুকেশ কুমার: ৮ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস (আরটিএম)।


১৬) দীপক চাহার: ৯.২৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।


১৭) আকাশদীপ: ৮ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস।


১৮) আল্লাহ গজনফর: ৪.৮ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।


  সব টিম হিসাব করা শুরু করেছে, তাদের দলের ব্যালান্স কতটা ঠিক হচ্ছে।


Post a Comment

0 Comments