সিপিএম কি এখন পুঁজিবাদী সংস্কৃতির দিকে ঝুঁকছে?

সংবাদপত্র ডেস্ক,২৮নভেম্বর ২০২৪ঃ সারা বিশ্বে পুঁজিবাদী সংস্কৃতির বিরোধিতা তারাই করছেন, যাঁরা মার্ক্সবাদী। মার্ক্সবাদীরা মনে করেন পুঁজিবাদী সংস্কৃতি শ্রেণী বিভাজনকে সমর্থন করে। কিন্তু বাংলার সিপিএমের সাম্প্রতিক একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। কিছুদিন আগে সিপিএমের পক্ষ থেকে বিজপ্তি দিয়ে জানানো হয়েছে,তারা বিভিন্ন কাজের জন্য লোক নেবে। কি কাজ? প্রশ্ন উঠেছে এখানেই? রাজনৈতিক বিশ্লেষক থেকে কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার থেকে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এমনকী পলিটিক্যাল ইন্টার্ন নিতে চেয়ে কয়েকদিন আগেই পোস্ট করা হয় বঙ্গ সিপএমের তরফে।



  এবার স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, তবে কী এবার তৃণমূল-বিজেপির মতো কর্পোরেট স্টাইলে পিকে-দের খোঁজ করতে শুরু করে দিল বামেরা? এই প্রশ্নও যেমন ওঠে। তেমনই, পুঁজিবাদের বিরোধী স্লোগান দিতে দিতে বাম নেতারা কী তাহলে বাম পথটাই ভুলে গেলেন? সেই বিতর্ক অবশ্য এড়িয়ে গেছেন সেলিম। তাঁর আনন্দ অন্য জায়গায়। সেলিম জানান, ইতিমধ্যে প্রায় হাজার আবেদন জমা পড়েছে। এই নিয়ে রীতিমতো উচ্ছ্বাস লাল শিবিরের অন্দরে। তবে কূটনৈতিক মহলের একাংশের বিশ্বাস, সমকালীন সমাজকে এড়িয়ে গিয়ে প্রাচীন মূল্যবোধকে আঁকড়ে ধরে কোনো রাজনৈতিক দল এগোতে পারে না। দেরিতে হলেও এবার সিপিএম তা বুঝতে শুরু করেছে - যা মমতা বহুদিন আগেই বুঝেছিলেন।


Post a Comment

0 Comments