সংবাদপত্র ডেস্ক,২৫নভেম্বর ২০২৪ঃ কিংবদন্তি কৌতুক শিল্পী প্রয়াত রবি ঘোষের জন্মদিন গতকাল (২৪ নভেম্বর)। বাংলা সিনেমা জগতে কৌতুক অভিনয়ে তিনি একটা নতুন মাত্রা এনে দেন। তিনি নিজেই নিজের দক্ষতায় হয়ে উঠেছিলেন একটা আলাদা ইনডাস্ট্রি। কিন্তু আমরা হয়তো জানি না ছোটবেলায় তাঁর প্রধান ইচ্ছা ছিল বডি বিল্ডার হওয়ার। তার জন্য তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে যায় অভিনয় জগতে আর আমরা পেলাম এক দক্ষ অভিনেতাকে।
১৯৩১ সালের ২৪ নভেম্বর কোচবিহারে, নিজের মামার বাড়িতে জন্ম হয় রবি ঘোষের। তাঁর পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। সেখান থেকেই পরবর্তীকালে নিজের নাম ছোট করে নেন তিনি। পর্দায় তিনি পরিচিত হন রবি ঘোষ নামেই। সাউথ সাবার্বান মেন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন রবি ঘোষ। এরপরে তিনি ভর্তি হন আশুতোষ করেছে। বিষয় ছিল বিজ্ঞান। তবে পড়াশোনা নয়, রবি ঘোষের আগ্রহ ছিল অন্য পেশায় অর্থাৎ বডি বিল্ডার হওয়া। কিন্তু তা হলো না।
ইতিহাস জানাচ্ছে, ১৯৫৯ সালে 'আহবান' সিনেমার মধ্যে দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ ঘটে রবি ঘোষের। তবে তাঁকে সাফল্য এনে দিয়েছিল 'গল্প হলেও সত্যি'-র অভিনয়। গুপি গায়েন বাঘা বায়েন'-এ বাঘার চরিত্রে জনপ্রিয়তা পান রবি ঘোষ। তাঁকে নায়ক করে তুলেছিলেন কিংবদন্তী সত্যজিৎ রায়। প্রথমে 'গুপি গায়েন বাঘা বায়েন' , তারপরে 'হীরক রাজার দেশে' ও পরবর্তীতে 'গুপি বাঘা ফিরে এল', এই তিনটি সিক্যুয়ালে বাঘা চরিত্রের ট্রেডমার্ক তৈরি করেছেন রবি ঘোষ। অনন্য রসবোধ দিয়ে পর্দায় যে মানুষ হাসাতে পারতেন বাস্তব জীবনে ততটাই গম্ভীর ছিলেন রবি ঘোষ। রাসভারী এই মানুষটিকে বলা হত সিনে জগতের 'সিন স্টিলার'। তিনি বেশি কথা বলতেন না। একটা অতিরিক্ত গম্ভীর্য ছিল তাঁর মধ্যে। কিন্তু মানুষ হিসাবে তিনি ছিলেন স্বচ্ছ ও পরিছন্ন। তাঁর জন্মদিনে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
0 Comments