সংবাদপত্র ডেস্ক,২৬নভেম্বর ২০২৪ঃ ভারতীয় জ্যোতিষ শাস্ত্র ধর্ম প্রাণ মানুষের কাছে খুবই পবিত্র। সেই জ্যোতিষ মানুষকে পরামর্শ দেয় কিছু ধৰ্মীয় নিয়ম মেনে জীবন চালাতে পারলে মানব জীবনে সুখ ও শান্তি আসবে।
এই সময়ে অস্তগামী সূর্য আকাশে হালকা সোনালী কিরণ ছড়ায়। ৫ টা থেকে সন্ধ্যা ৭টার পর্যন্ত সময়কে গোধূলি বেলা বলা হয়। এই সময় কিন্তু মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন বলে মনে করা হয়। গোধূলি বেলায় এমন অনেক কাজ রয়েছে, সেগুলি করা অত্যন্ত শুভ।
* দিনের শেষে যখন সূর্য যখন অস্ত যায়, ঠিক সে সময় গরুরা কিন্তু তাদের নিজেদের গোয়ালে ফিরে যায়। পাখিরাও তাদের বাসায় ফেরে অর্থাৎ যে সময় পশুপাখিরা তাদের নিজের বাসস্থানে ফিরে যায়, সেই সময়টি কিন্তু গোধূলি বেলা। আর এই সময় পুজো করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এসময় আপনি যদি কাউকে কিছু দান করেন তাও কিন্তু আপনার জীবনে খুব শুভ হবে।
* এই সময় দেবী লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবে, যদি আপনি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তাহলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন। আর্থিক দিকেও লাভ হবে।
* এই সময় তুলসী, অশ্বথ, বটগাছের নিচে একটি প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
* নিত্যদিন গোধূলি বেলায় পুজো করার চেষ্টা করুন। ঈশ্বরের সামনে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালান। এতে আপনার ঘরে কখনও অর্থের অভাব হবে না।
* গোধূলি বেলায় নীরব থাকার চেষ্টা করুন অর্থাৎ চুপচাপ থাকুন। ঝগড়া, ঝামেলায় একদমই যাবেন না। কারোর সঙ্গে বেশি কথা বলবেন না ।
* জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গোধূলি বেলায় দেবতাকে স্মরণ করুন। এতে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।
0 Comments