রাইটার্স এর সচিবের উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষার্থী ছেলের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া পরিবারে ।

সংবাদপত্র ডেস্ক,২০ নভেম্বর ২০২৪ঃ  পাঁশকুড়ার বাহারগ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মধুসূদন হাটুয়া।পেশায় রাইটার্সের সচিব।তার ছেলে এবছরের উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার্থী।নাম শিবেশ হাটুয়া।







ভোগপুর কেনারাম ম্যামোরিয়াল হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র। গতকাল ছিল বাংলা পরীক্ষা। সেই পরীক্ষা চলার দিনই অস্বাভাবিক মৃত্যু হয় ছাত্রের। স্কুল ও প্রতিবেশী সূত্রে জানা যায়,ছাত্রটি পড়াশোনাতে খুব ভালো ছিলো।তবে কেনো এমন স্বীদ্ধান্ত নিলো তারা কেউ বুঝে উঠতে পারছে না।তবে পড়াশোনার চাপে এমন স্বীদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রতিবেশীরা


Post a Comment

0 Comments