সংবাদপত্র ডেস্ক,২৭নভেম্বর ২০২৪ঃ না, গল্প নয়! একদম সত্যি কথা। মানুষের সঙ্গে না-মানুষের বন্ধুত্বে কথা। বেশি দূরে নয়, ঘটনা মহেশতলার। মহেশতলার সুশান্ত মণ্ডলের জীবনে এক অসাধারণ স্পর্শের কথকতা যেন! তিনি ক্যাব চালব। শীত-গ্রীষ্ম-বর্ষা অনলাইন অ্যাপ ক্যাবেই চলে সুশান্তর রোজগার। কিন্তু সাধারণ এই ক্যাব চালকের সঙ্গী হয়েছে ছোট্ট এক পাখি। শীর্ণকায় সেই বুলবুলিই হয়ে উঠেছে ওই তাঁর সর্বক্ষণের সঙ্গী। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, রাজপথে সাদা অল্টো গাড়ির ওই চালকের কাঁধে দিব্যি খোশমেজাজে বাস ছোট্ট ‘ঝটু’র।
জোড়া বুলবুল পাখির একটিকে নিয়েই চলাফেরা সুশান্তর। এমনকী চা থেকে ভাত, ‘ঝটু’র জন্য আলাদা কোনও ব্যবস্থা করতে হয় না ওই ক্যাব চালকের। ১৫-১৬ ঘণ্টা গাড়িতে চেপে ঝটুর ক্লান্তি আসে না একটুও। যাত্রীদের কাছেও খুব একটা বিরক্তির কারণ হয় না ছোট্ট বুলবুলি। তিনি বলেন, "আমার বাড়ির পাশের একটি গাছের তলায় পড়েছিল একজোড়া বুলবুলি পাখি। আমার স্ত্রী ওদের নিয়ে আসে। খাঁচায় নয়, তারপর থেকে বাইরে ছেড়ে রেখেই ওদের যত্ন শুরু করি। তবে ঝটু অন্যরকম হয়ে গিয়েছে। আমার সঙ্গ ছাড়ে না। গাড়ি চালাই ওকে নিয়েই, কোথাও চলে যায় না। যা খাব, তাই দিতে হবে। যেন আমার জীবনের একটা অঙ্গ ও।"
0 Comments