আজকের আবহাওয়া

সংবাদপত্র ডেস্ক,১৫ ডিসেম্বর ২০২৪ঃএবার বেশ উত্তুরে হওয়ার খেলা শুরু হয়েছে। ঠান্ডা ভালো পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে রীতিমত শৈত্যপ্রবাহ চলেছে।



  রবিবার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) চলছে শৈত্যপ্রবাহ। আজ ও আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তারপর থেকে ফের আবহাওয়া বদলের পূর্বাভাস। মাঝ ডিসেম্বরে ফের বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজও শৈত্যপ্রবাহের সম্ভাবনা পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সতর্কতা জারি রয়েছে। সোমবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবারের পর থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের মানুষদের হাড়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপাতত রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরী হতে পারে। তবে এর প্রভাব শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে মূলত পড়বে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। ২০ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে।


  অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় কুয়াশার সতর্কতা জারি। দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামতে পারে কোথাও কোথাও। এছাড়াও উত্তরবঙ্গের সর্বত্রই কুয়াশা থাকবে।


Post a Comment

0 Comments