ইরাক থেকেও সেনা সরানোর সিদ্ধান্ত নিল আমেরিকা!

 



আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও সেনা সরিয়ে নিতে চায় আমেরিকা৷ চলতি বছরের শেষেই ইরাক থেকে সেনা দেশে ফিরিয়ে নেবে আমেরিকা৷ 


আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা-আল-খাদিমির সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তই নিয়েছেন৷ বর্তমানে ইরাক জুড়ে প্রায় ২৫০০ সেনা মোতায়েন রয়েছে আমেরিকার৷


আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইরাকি সেনাকে প্রশিক্ষণ-সহ আরও নানা ভাবেই সাহায্যের কথা ঘোষণা করেছেন৷ তবে সরাসরি সেনা অভিযান আর নয় বলেই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট৷ ফলে আফগানিস্তানের পর এবার ইরাকও আমেরিকার সেনাদের থেকে মুক্ত হতে চলেছে এ বছর৷


এই অক্টোবরেই ইরাকের গণ-নির্বাচন। সেই নির্বাচন যাতে সুষ্ঠভাবে হয় তার জন্য আমেরিকা বাগদাদ, রাষ্ট্রপুঞ্জ ও গাল্ফ কো-অপারেশন কাউন্সিল-এর সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে। ইরাকে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তার জন্য সব রকম চেষ্টা করবে আমেরিকা। এমনটাই আশ্বস্ত করেছেন বাইডেন।

Post a Comment

0 Comments