রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনার বিরুদ্ধে লড়াই করতে যেখানে ভ্যাকসিনকেই অধিক গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা। ঠিক তখনই ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে বাড়ে বাড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে। আর সোমবারেও ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল আসানসোলের মহিশীলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। সূত্রের খবর সোমবার সকালে ওই গ্রামের মানুষেরা জানতে পারে গ্রামের ওই স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিন নিতে গিয়ে তারা দেখতে পায় সেখানে মানা হচ্ছে না কোনও নিয়ম। পাশাপাশি এদিন বেশকিছু মানুষের অভিযোগ তারা ভ্যাকসিন না নিয়েও তাদের ফোনে চলে আসছে ভ্যাকসিন নেওয়ার মেসেজ। আর এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই স্বাস্থ্য কেন্দ্রটির সামনে। এদিকে ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পরার ঘটনা শুনে ঘটনা স্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে গোটা পরিস্থিতি স্বাভাবিক করে।

0 Comments