সংকটকালীন মুহুর্তে শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি


 

নাজিম আক্তার,চাঁচল,২৭ জুলাই

লকডাউনে একাধিক শিক্ষক প্রশিক্ষণ কলেজ গুলোতে বেতনে কাটছাট করা হলেও মালদহের চাঁচল টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকদের মাসিক বেতনে কোনো কাটছাট হয়নি।কলেজ কর্তৃপক্ষের এহেন উদারতায় আপ্লুত শিক্ষক-শিক্ষিকারা।এমনকি অশিক্ষক কর্মীদেরও বেতন চালু থাকাই কলেজ কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি ভঙ্গিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।শুধু তাই নয়,কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত উচ্চ মাধ‍্যমিকের পর গরীব দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রী যারা শিক্ষকতার প্রশিক্ষণ নিতে চাই তাদের জন‍্য স্বল্প খরচ তাদের স্বপ্ন পূরণের আশ্বাসবাণী শুনিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।তবে তা ছাত্রীদের দিকেই জোড় দেওয়া হবে এবং বিবেচনা সাপক্ষ করেই ভর্তি নেওয়া হবে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন,চাঁচল টিচার্স ট্রেনিং কলেজের সম্পাদক আসফাক আলম।


তিনি বলেন,করোনা আবহে বিপর্যস্ত জনজীবন।চাঁচল টিচার্স ট্রেনিং কলেজের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বেতন দেওয়া হচ্ছে।পাশাপাশি সেই বেতন দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।যেহেতু এটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।সেই কারনে অনেক দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষক প্রশিক্ষণ অর্থের কারনে বড় বাঁধা হয়ে দাড়ায়।তাদের কথা মাথায় রেখে কিছু ছাড় দিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে।তবে তা বিবেচনা করে বেশিরভাগ মেয়েদের দিকেই জোড় দেওয়া হবে।


এবিষয়ে কলেজের শিক্ষিকা তনুশ্রী চক্রবর্তী জানান,আমরা শুনতে লকডাউনে বন্ধ হয়ে গেছে অনেকের রুটি-রুজি।পেশা হারিয়েছেন অনেকেই।কিন্তু সেই সংকটকালীন মুহুর্তে আমাদের পাশে সর্বদা রয়েছে কলেজ কর্তৃপক্ষ।তারা আমাদের বেতনে কোনোরকম কাটছাট করেনি।পাশাপাশি বেতন আবার দশ শতাংশ বৃদ্ধি ঘটিয়েছেন।স্বভাবতই আমরা আপ্লুয় শিক্ষানুরাগীরা।


এক শিক্ষক রাহানুল হোসেন জানান,শিক্ষকতা করা ছাড়া আমাদের কোনো বিকল্প পেশা নেই।এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ আমাদের সবসময়ই পাশে রয়েছে।আমাদের বেতনে কোনোরকম কাট ছাট করেনি।অথচ বৃদ্ধি পেয়েছে বেতনে।

Post a Comment

0 Comments