নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়াঃ
রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতির। ঠিক। এটাই আসল কারন।শুধু মানবিকতার খাতিরে লায়ন্স ক্লাব পান্ডুয়া ও চুঁচুড়া মোগলটুলা র সমব্যথী স্বেচ্ছাসেবী সংগঠন দুজনে হাত মিলিয়ে আজ ২৫ শে জুলাই,২০২১ এর রবিবাসরীয় সকালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরে ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করলেন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ সাধন কুমার বোস,লায়ন্স ক্লাব পান্ডুয়ার সম্পাদক রূপাঞ্জনা রায়, বিশিষ্ট সমাজসেবী লায়ন মুন্সি হাসান, হাজী মহাম্মদ মহসিন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সানোয়ার আলী সহ বহু বিশিষ্ট জনেরা।
লায়ন মুন্সী হাসান আমাদের প্রতিনিধি কে জানান - লায়ন্স ক্লাব প্রতি মাসেই এলাকায় রক্তদান শিবির করে বেশ কতকগুলো।এই শিবিরের মাধ্যমে সংগৃহীত রক্ত দিয়ে তারা ৮৯ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সারা বছরের রক্তের দায়িত্ব নেন। এই কর্মকাণ্ডে সমব্যথী -র মতো বহু স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সাহায্য করেন।

0 Comments