রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি: আবারও পথ দুর্ঘটনা কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বাইপাস জাতীয় সড়ক রামপুর এম.ভি আই দপ্তরের সামনে। দুই মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত দুই মোটর সাইকেল চালক। খবর সূত্রে জানা যায়, ধানবাদ থেকে দুর্গাপুর আসছিল মোটর বাইক এবং ওপর এক মোটর বাইকটি রাস্তা পারাপার করার সময় দুই মোটর বাইকে মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয় মোটর সাইকেল চালক।
ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক পুলিশ আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর সূত্রে জানা গেছে ধানবাদ থেকে দুর্গাপুর গামী মোটর বাইকে দুই জন আরোহী ছিল যেখানে একজন বাইকের চালক ও এক মহিলা এবং অন্য মোটর বাইকে একজন চালক তাদের বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় একজন এবং দুজনের শরীরে আঘাত পায় বলে সূত্রে খবর।পুলিশ চিকিৎসার জন্য ৩ জনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠান।বিগত কয়েক দিন আগেও একই জায়গাতে একটি বি.এম. ডাবলু চার চাকা গাড়ি ও মোটর বাইক রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনাতে মৃত্যু হয়ে ছিল এক যুবকের।
স্থানীয় বাসিন্দা অমর ব্যানার্জীর বক্তব্য এই জায়গাতে বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে আমরা প্ৰশাসনকে বার বার ট্রাফিকের আবেদন করেছি কিন্তু কোনও ট্রাফিকের ব্যবস্থা হচ্ছে না, তাই আমাদের দাবি এইখানে ট্রাফিকের ব্যবস্থা করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন।

0 Comments