রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি: আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির বাইপাস জাতীয় সড়কের মিলাকলা রেল ব্রীজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ১০ চাকার একটি ব্ল্যাক পাউডার বোঝাই লরি, অল্পের জন্য প্রাণে বাঁচে লরির চালক ও খালাসি। তবে লরি চালক ও খালাসির অল্প একটু শরীরে আঘাত লাগে বলে জানান লরিতে থাকা খালাসি।
লরির খালাসি বলেন, গতকাল ডানকুনি থেকে উত্তরাখন্ড যাবার পথে মিলাকলা রেল ব্রিজের সামনে রাত্রি ৯টা নাগাদ একটি লাক্সরিবাস আমাদের লরিটিকে ওভারটেক করার সময় বাসটিকে বাঁচাতে গিয়ে আমাদের লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নিচে পরে যায়।


0 Comments