ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ! জানাল হাওয়া অফিস

 সংবাদপত্র ডেস্ক, ২৯ জুলাইঃ 

অতি ভারী বৃষ্টিতে কোন কোন জেলায় চরম বিপর্যয়ের আশঙ্কা? জানাল হাওয়া অফিস। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের সব জেলা ভারী বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। 



ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থিত। বাংলাদেশের খুলনা ও বরিশালের মধ্যে এই নিম্নচাপের অবস্থান। 


আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে সরে যাবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ-বীরভূমের ওপর দিয়ে যাবে এই নিম্নচাপ।


ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, মেদিনীপুর,  বাকুড়া, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে নিম্নচাপটি। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগ শুরু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। পটনা, ধানবাদের ওপর দিয়ে বীরভূম হয়ে বাংলাদেশের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

Post a Comment

0 Comments