চুরি হয়ে যাওয়া ২২টি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

 


নাজিম আক্তার, রতুয়া: আবারও বড়ো ধরনের সাফল্য‌ পেল পুকুরিয়া থানার পুলিশ। মালদা জেলা পুলিশ ও পুকুরিয়া থানার চেষ্টায় চুরি হয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন ও ১ টি ট্যাব উদ্ধার করে সোমবার তুলে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে।


পুকুরিয়া থানা সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন মাসে আগে মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার কিছু অভিযোগ থানায় লিখিতভাবে জানানো হয়। বিভিন্ন সূত্র ধরে অক্লান্ত প্রচেষ্টায় মালদা জেলা পুলিশ ও পুকুরিয়া থানা চুরি হয়ে যাওয়া ফোনগুলি উদ্ধার  করে বলে খবর হয়।ফোনগুলি পুখুরিয়া থানা থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।


মালদা জেলা পুলিশ ও পুকুরিয়া থানার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ফোন মালিকেরা।

Post a Comment

0 Comments