কলেজ স্থাপনের দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা নিয়ে প্রেস বিবৃতি দিনহাটা ২ নং ব্লকে কলেজ স্থাপনের দাবিতে সমন্বয় কমিটির



তনুময় দেবনাথ, দিনহাটা: দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপনের দাবিতে আগামীকাল কোচবিহার ডিএম অফিসে ডেপুটেশন প্রদান করবে সেই উপলক্ষে আজ প্রেস বিবৃতিতে দিল দিনহাটা ২ নং ব্লক এ কলেজ স্থাপনের দাবিতে সমন্বয় কমিটির আহ্বায়ক শুভ্রালোক দাস, যুগ্ম আহ্বায়ক সাহেদ আলী ও মানস বর্মন।

উল্লেখ করা যায় দীর্ঘদিন ধরেই দিনহাটা ২ নং ব্লকে কলেজ স্থাপনের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। আর সেই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামীকাল জেলাশাসক দপ্তরে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করবেন।

 ডেপুটেশন সফল করতে প্রেস বিবৃতি দিয়ে জানালেন দিনহাটা ২নং ব্লক কলেজ স্থাপনের দাবিতে সমন্বয় কমিটি। তারা জানান দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কলেজ স্থাপনের বিষয়ে সরকারের দ্বিচারিতা করছে। বর্তমান শিক্ষাবর্ষে দিনহাটা মহকুমার একমাত্র কলেজে ৮৫০০ এর বেশী আবেদন জমা পরেছে। গত ৬ই আগস্ট,২০২১ দিনহাটা মহকুমা শাসকের কাছে বিষয়টি নিয়ে আমরা  দাবিপত্র জমা দিয়েছেন।  আগামীকাল ২৭শে আগস্ট, ২০২১ কোচবিহার DM অফিসেও তারা এই দাবি তুলে ধরবেন। 

এই দাবিতে দিনহাটার সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী মানুষকে এগিয়ে আসার জন্য আবেদন রাখেন দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপনের দাবিতে সমন্বয় কমিটি।




Post a Comment

0 Comments