মালদা, ২৪ সেপ্টেম্বর: উন্নত মানের আগ্নেয়াস্ত্র সহ ঝাড়খন্ডের এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করলেন মালদার মোথাবাড়ি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে গোলাবারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম সাত্তার শেখ(৪০)। বাড়ি ঝাড়খন্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জে। এদিন গোপন সুত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান ধৃত ব্যাক্তি ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ্ধ নিয়ে মালদা জেলায় বিক্রি করতে এসেছিল। বিক্রির আগেই পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে।

0 Comments