প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার-ভূমি পেডনেকার অভিনীত ছবি Raksha Bandhan

 


২০২২ সালের আগস্ট মাসে বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার অভিনীত ‘রক্ষা বন্ধন’ পেতে চলেছে। চলচ্চিত্র সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ তার টুইটার হ্যান্ডেলে এই খবরটি নিশ্চিত করেছেন।


আনন্দ এল রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’ হল ভাইজান (অক্ষয় কুমার) এবং তার বোনদের মধ্যে অটুট বন্ধনের একটি হৃদয়বিদারক গল্প, যা সহজমীন কৌর, দীপিকা খান্না, সাদিয়া খতিব এবং স্মৃতি শ্রীকান্তের রচনা। ২১ শে জুন ছবিটি ফ্লোরে যাবে।


ছবিটি লিখেছেন আনন্দ এর দীর্ঘদিনের সহযোগী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার হিমাংশু শর্মা, ‘জিরো’, ‘রঞ্জনা’ এবং ‘তনু ওয়েডস মনু’ ফ্র্যাঞ্চাইজির মতো সিনেমার জন্য পরিচিতি হয়েছেন।

Post a Comment

0 Comments