রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশের তিন নয়া কৃষি বিল বাতিলের দাবি সহ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ও রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির বিলগ্নিকরণের প্রতিবাদে দেশ জুড়ে সোমবার ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। আর সেই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে দেশের বেশকিছু রাজনৈতিক দলও। আর বামেদের ডাকা সেই ধর্মঘটের প্রভাব পড়ল আসানসোল শহরেও।
এদিন সকালে ভারত বন্ধের সমর্থনে আসানসোল বিএন আর মোড়ে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করেন বন্ধ সমর্থককারীরা। এদিকে সপ্তাহের শুরুতে আসানসোল শহরের গুরুত্বপূর্ণ ওই রাস্তা অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি যানজটের সৃষ্টি হয় জিটি রোডেও। এদিকে ধর্মঘটিদের দ্বারা রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আসানসোল পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। পৌছায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পাশাপাশি পৌছায় কমব্যাট ফোর্সও। পরে পুলিশ কর্মীরা অবরোধ কারিদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

0 Comments