রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: কয়লা দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্যের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি। আর সেই কয়লা কান্ডে তদন্ত ভার গ্রহণ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই কয়লার তদন্তে নেমে সোমবার রাজ্যের মাটিতে প্রথম চার কয়লা মাফিয়াকে গ্রেপ্তার করে সিবিআই।
এরা সকলেই অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ বলে জানা গেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন নারায়ণ নন্দ, গুরুপদ মাঝি, নিরোদ মণ্ডলন জয়দেব মন্ডল। জানা গেছে তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে যায় সিবিআই। তার পর মঙ্গলবার সিবিআইয়ের পক্ষ থেকে ধৃতদের আসানসোলে নিয়ে এসে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তাদের পেশ করে পুলিশ।
ধৃতদের মধ্যে এক জনের আগামী ১ লা অক্টোবর ও বাকি তিন জনের আগামী ৪ ঠা অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।
0 Comments