জানেন? 'মানিকে মাগে হিঠে' প্রথম কে গেয়েছিলেন? জেনে নিন

সংবাদপত্র ডেস্কঃ

সিংহলী ভাষার 'মানিকে মাগে হিঠে' গানটি কয়েক সপ্তাহ ধরে আট থেকে আশির মুখে মুখে ফিরছে। মাত্র কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায়  জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ইওহানি ডি’সিলভার গাওয়া মিষ্টি প্রেমের এই গান। ইতিমধ্যেই বাংলা থেকে হিন্দি, এবং দক্ষিণের নানা ভাষায় গানটি রিমেক বানিয়ে গাওয়া হয়েছে। 

Manike mage hithe, SANGBADPATRA 


একে একে সেগুলিও জনপ্রিয় হয়েছে । কিন্তু ইওহানি ডি’সিলভা কিন্তু প্রথম এই গান গেয়েছেন, এমনটা নয়।ইওহানি এই গান তার গাওয়ার এক বছরেরও বেশি সময় আগে তা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে এ কথা একেবারে সত্যিই, তখন সেই গান মোটেই এই জনপ্রিয়তা পায়নি।


এই গান প্রথম গেয়েছিলেন শ্রীলঙ্কার গায়ক সতীশান, লিরিক্স এবং র‍্যাপ লেখেন দুলহান এআরএক্স,পরিচালনা করেন হষিথ আরিয়ান। 


অরিজিনাল ভিডিও ভার্সানটি ইউটিউবে আপলোড করা হয় ৩১ জুলাই ২০২০-তে। তবে তখন সেটি এত জনপ্রিয় হয়নি।ইওহানি ডি’সিলভা গানটি হাওয়ার পরে তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।


ইতিমধ্যেই ১০০টির বেশি ট্র্যাক তৈরি হয়ে গিয়েছে।

ইউটিউব, ফেসবুক , ইনস্টাগ্রাম কিংবা ট্যুইটার, যেটাই খুলুন না কেন, এই গানটিই শুনতে পাবেন। চোখের সামনে ভেসে উঠবে ছোট ছোট করে ছাঁটা রঙিন চুলের কন্যের মুখ।

Post a Comment

0 Comments