ফের মাওবাদী পোস্টারে হুমকি পুরুলিয়ায় !মহকুমাশাসক ও IC-কে প্রাণনাশের হুমকি

সংবাদপত্র ডেস্কঃ ফের মাওবাদী আতঙ্ক পুরুলিয়ায়; মহকুমাশাসক ও IC-কে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার। পুরুলিয়ার বরাবাজার মাওবাদী পোস্টারে ছয়লাপ।

মাওবাদী পোস্টার পুরুলিয়ায়



পুরুলিয়ার বরাবাজার এলাকার পোস্টারে বরাবাজার থানার আইসি, মানবাজারের মহকুমারশাসককে ‘অপরাধী’ সাব্যস্ত করে ‘মৃত্যুর জন্য প্রস্তুত’ হওয়ার হুমকি দেওয়া হয়েছে।


বাংলায় একাধিক পোস্টারের প্রতিটির নিচে লেখা – C.P.I (মাওবাদী)। সোমবার সকালে একসঙ্গে ৭টি পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়, শুরু হয়েছে তদন্ত।


সোমবার এই পোস্টারগুলি একদা মাওবাদী  উপদ্রুত বরাবাজার থানা এলাকার শুকুরহুটু, উলদা মোড়, তিলাইডি, বানজোড়া, মানপুর, সিন্দরি ও চন্দনপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। ‘মাওবাদী’ নামাঙ্কিত এই পোস্টারে কেন্দ্র, রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। কড়া ভাষায় হুমকি দেওয়া হয়েছে। 


পাশাপাশি, মানবাজারের মহকুমাশাসক শুভজিৎ বসু, বরাবাজারের আইসি সৌগত ঘোষকে নিশানা করে সতর্ক করেছে। মানবাজারের মহকুমাশাসককে হুমকি দিয়ে জনতার আদালতে ‘অপরাধী’ করা হয়েছে। 


পোস্টারে মৃত্যুর জন্য তৈরি থাকার হুমকি দিয়ে কথাবার্তা লেখা আছে । পাশাপাশি BLRO অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককেও হুঁশিয়ার করা হয়েছে। 


পুরুলিয়ার জঙ্গলমহলে কার্যত জেলা প্রশাসনের এই স্তরের আধিকারিককে এভাবে অপরাধী সাব্যস্ত এবং মৃত্যুর জন্য হুমকি দিয়ে ‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টার কার্যত নজিরবিহীন বলাই চলে।

Post a Comment

0 Comments