অভিযোগ প্রমাণিত হলে জনসাধারনের সম্মুখেই মৃত্যুদন্ডের জন্য প্রস্তুত আমি-অভিষেক ব্যানার্জি

 তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি তথা ডায়মন্ড হারবারের এমপি বলেন,'আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে  জনসাধারনের সম্মুখেই মৃত্যুদন্ডের জন্য প্রস্তুত আমি।'

 পশ্চিমবঙ্গের আসানসোল এলাকার খনি থেকে কয়লা চুরির অভিযোগের তদন্তের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জিক নয়াদিল্লিতে ইডির সামনে হাজির হতে বলা হয়েছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন,'আমি নভেম্বরে জনসভায় যা বলেছিলাম তারই পুনরাবৃত্তি করছি। যদি কোন কেন্দ্রীয় সংস্থা ১০ পয়সা অবৈধ লেনদেন আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারে, তাহলে সিবিআইয়ের প্রয়োজন হবে না। প্রয়োজনও হবে না ইডি'র তদন্ত। আমি মঞ্চে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার জন্য সদা প্রস্তুত।'

অভিষেক ব্যানার্জি
'অভিযোগ প্রমাণিত হলে  জনসাধারনের সম্মুখেই মৃত্যুদন্ডের জন্য প্রস্তুত আমি'-অভিষেক ব্যানার্জি


পাশাপাশি তিনি বিজেপি নেতৃত্বদের সামনাসামনি আলোচনায় বসার চ্যালেঞ্জ জানান ।তিনি জানান ,দেশকে শেষ করে দিয়েছে বিজেপি সরকার ।


তিনি আরও বলেন, 'আমি যেকোন তদন্তের জন্য সবসময় তৈরি। কিন্তু তাঁরা কেন বিষয়টি প্রকাশ্যে আনছেন না ? তাঁরা আমাকে কলকাতায় একটি মামলার জন্য দিল্লিতে ডেকেছে।'

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করেই তিনি বলেন , নারদ ঘুষ মামলায় কেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়নি? যাঁদের  টিভিতে নির্লজ্জভাবে হাত তুলে নগদ টাকা নিতে দেখা যায়  তাঁদের ইডি বা সিবিআই কেন প্রশণ না করে এড়িয়ে যাচ্ছেন ? কেন তাঁদের নাম চার্জশিটে নেই?' 

কেন্দ্রীয় তদন্তকারী দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন তিনি ।

 তৃণমূলের কাছে হেরে গেছে বলেই রাজনৈতিকভাবে মুখোমুখি হতে পারছে না,প্রতিশোধের রাজনীতি করছে বিজেপি - এ'দিন এমনটাই জানালেন অভিষেক ।

Post a Comment

0 Comments