সংবাদপত্র ডেস্কঃ কৃষি আইনের বিরুদ্ধে কিষাণ মহাপঞ্চায়ত সংগঠিত হয়েছিল। আইন প্রত্যাহারের দাবিতে ৯ মাসেরও বেশি সময় ধরে কৃষকরা আন্দোলন করে যাচ্ছেন। দিল্লির সীমান্তে কৃষকরা ইতিমধ্যে প্রায় স্থায়ী বসবাসও শুরু করে দিয়েছেন ।
কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, যতদিন না কৃষকদের দাবি পূরণ করা হবে ততদিন পর্যন্ত দিল্লি সীমান্ত থেকে বিন্দুমাত্র সরবে না কৃষকরা ।
![]() |
| কৃষক নেতা রাকেশ টিকাইত |
রাকেশ টিকাইত মুজাফফরনগরে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে বলেছিলেন ,কৃষকরা তাদের বিজয় না হওয়া পর্যন্ত পিছপা হবে না ।
তিনি আরও জানান,'যতদিন ভারত সরকার এই আইন পরিচালনা করবে ততদিন কৃষকদের আন্দোলন চলবে। যতক্ষণ না তারা শুনছে, আন্দোলন চলবে। সরকার যখন কথা বলবে, আমরা বলব। দেশে স্বাধীনতা সংগ্রাম ৯০ বছর ধরে চলেছিল। আমরা জানি না এই আন্দোলন কত বছর চলবে।'
সংবাদ সংস্থা এএনআই -এর মতে, রাকেশ টিকাইত জানান,'আমরা এই প্রতিজ্ঞা নিয়েছি ,আমাদের কবর খনন করলেও আন্দোলন স্থল ছেড়ে পিছপা হব না।যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের জীবন দিয়ে দেব।'
কিষাণ মহাপঞ্চায়ত থেকে আসা ছবিতে দেখা যায়, কৃষকরা মুজাফফর নগরে বিপুল সংখ্যায় হাজির হন ।এ থেকে আন্দাজ করাই যায় কৃষকরা তাদের আন্দোলন ও দাবিতে অনড় ।
Rakesh Tikait just arrived at Kisan Mahapanchayat.#मुजफ्फरनगर_किसान_महापंचायत pic.twitter.com/naT98n1xkX
— Kisan Ekta Morcha (@Kisanektamorcha) September 5, 2021
অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্যুইট করে কৃষকদের সমর্থন করেন---
गूंज रही है सत्य की पुकार
— Rahul Gandhi (@RahulGandhi) September 5, 2021
तुम्हें सुनना होगा, अन्यायी सरकार! #मुज़फ्फरनगर_किसान_महापंचायत pic.twitter.com/zYZdmrl7ls

0 Comments