রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক পার্শশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো তারই এক সহকর্মীর বিরুদ্ধে। আর অভিযুক্ত ওই সহকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে বুধবার জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানানো ধর্ষিতা ওই শিক্ষিকা। প্রসঙ্গত ২০১৮ সালের অন্ডালের একটি উর্দু স্কুলে জিশান আনসারীর সঙ্গে পরিচয় হয় ওই মহিলার। এরপর একাধিকবার বিভিন্ন ভাবে ওই পার্শ শিক্ষিকাকে ধর্ষণ করে অভিযুক্ত ওই যুবক। এদিন এমনি বলে অভিযোগ করেন তিনি। ওই মহিলা পরবর্তী সময়ে ২০২০ সাল মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে জিসান আনসারী নামের ওই ব্যক্তিকে। পরে ওই অভিযুক্ত জামিনে মুক্ত হলেও এখনো পর্যন্ত অন্য একটি বিদ্যালয় শিক্ষাকতার কাজ করছেন তিনি। আর এরই প্রতিবাদে জেলা স্কুল পরিদর্শক এর সামনে অভিযোগ জানান ঐ মহিলা। এই অভিযোগের ভিত্তিতে তাদের উভয় পক্ষকেই ডাকা হয় জেলা স্কুল পরিদর্শক এর তরফ থেকে। দুজনের বক্তব্য শোনার পর এই সমস্ত রিপোর্ট পাঠিয়ে দেয়া হবে জেলাশাসকের দপ্তরে। তারপর জেলা প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে অভিযুক্ত এবং অভিযোগকারী দুই পক্ষকেই বলে সূত্রের খবর

0 Comments