মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোলের ধাদকায়

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল আসানসোল উত্তর থানার ধাদকা এলাকায়। সূত্র মারফত জানা গেছে আসানসোল পৌর নিগমের অন্তর্গত-২৯ নম্বর ওয়ার্ডের ধাদকাতে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির বাড়িতে  মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছিল। আর সেই সময় ওই এলাকার স্থানীয় প্রতিবেশীরা এসে টাওয়ার বসানোর কাজে বাঁধা দেয়। আর এথেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।


 এদিন স্থানীয়দের অভিযোগ এর আগেও ঐ ব্যক্তি তার জমিতে টাওয়ার বসাতে চেয়েছিল। কিন্তু তখনও স্থানীয়রা থানার দারস্থ হলে সে সময় কাজ বন্ধ হয়ে যায় ।এর পরে পুনরায় বৃহস্পতিবার থেকে শুরু হয় টাওয়ারের কাজ। আর এথেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ উভয় পক্ষকে থানায় গিয়ে কথা বলতে বলেন। আর এর পরেই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর।

Post a Comment

0 Comments